আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১০
১৯ বছর আগের জায়গায় চলে গেল টাইগাররা

- আপডেট সময় ০৫:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টাইগাররা সবচেয়ে ভালো খেলে ওয়ানডে ক্রিকেটটাই। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং এশিয়া কাপের ফাইনাল সবই খেলেছে এই ফরম্যাটের টুর্নামেন্টে। কালে-ভদ্রে টেস্টে ক্রিকেটে দুয়েকটি ম্যাচ জিতে। টি টোয়েন্টি ক্রিকেটেও একই অবস্থা। ওয়ানডে ভালো খেলার জন্য র্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ।
কিন্তু এখন সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের সেই ওয়ানডেতেই। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট গত একটি বছরে শুধু পেছনের পায়েই হেঁটেছে। আফগানিস্তানের বিপক্ষে একটি জয় ছাড়া ৮টি ম্যাটের ৭টিতেই হেরেছে শান্ত ব্রিগেড।
টাইগাররা এর ফলটাও হাতেনাতে পেয়ে গেল। আইসিসির বার্ষিক হালনাগাদ করা র্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে তালিকার ১০ নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে এতটা বাজে অবস্থা বাংলাদেশের হয়নি। এবার যতটা হলো।
বাংলাদেশ গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানদের কাছে সিরিজ হেরেছিল। ওই সিরিজের পর টাইগাররা নেমে গিয়েছিল র্যাংকিংয়ের ৯ নম্বরে। এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড আছে শুধু বাংলাদেশের পেছনে।
২০০৬ সালে প্রায় ১৯ বছর আগে সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। সেবার অক্টোবরের ১৬ তারিখ বাংলাদেশ প্রথম আইসিসি র্যাংকিংয়ে নবম স্থানে উঠেছিল। তার আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ১১তম স্থানে।
বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা ১০-এ আসে। এরপর ২০০৬ সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ফেলে ৯-এ উঠে আসে টাইগাররা। ১৯ বছর পর আবারও পুরনো অবস্থায় ফিরে গেল বাংলাদেশ।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিলো টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে উঠে এসেছিল সাত নম্বরে। এর দুই বছর পর, ২০১৭ সালের মে’তে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। এরপর সর্বশেষ ২০২২ সালের দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে আবারও ছয় নম্বরে উঠেছিল টাইগাররা। এরপর থেকেই পতন শুরু। নামতে নামতে দশ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।
ভারত বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১০৯ রেটিং নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান রেটিং, তবে ভগ্নাংশে পিছিয়ে তিনে অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা, সমান পয়েন্টে পাঁচে পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ৬-এ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সাত নম্বরে। তাদের পয়েন্ট ৯১।
২০১৯ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও খুব বাজে অবস্থা। তারা নেমে গেছে ৮ নম্বরে। পয়েন্ট ৮৪। ৮৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।