উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ রাতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
আজ শনিবার রাত ৮টায় উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে সরকারি একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের কাছে এই জরুরি বৈঠক ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে রাজধানীতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থান কর্মসূচির মধ্যেই এই জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে।