আবারও সচিবালয়, যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিয়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৩:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে শনিবার (১০ মে) এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যমুনার আশপাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায় সভা-সমাবেশ করা যাবে না।
এর আগে ডিএমপি গত ২৬ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকার কথা জানিয়েছিল ডিএমপি।