পাকিস্তানের আকাশপথে চলছে বিমান

- আপডেট সময় ১২:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
“পাকিস্তানের আকাশে আবারও উড়ছে শান্তির বার্তা। শনিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। আল-জাজিরা ও বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত হয়েছে।
গত কয়েক দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর এই সিদ্ধান্ত এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ অবিলম্বে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি পৃথকভাবে এই অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসহাক দার তার এক্স হ্যান্ডেলে বলেছেন, ‘পাকিস্তান সবসময় শান্তি ও নিরাপত্তার পক্ষে। আমরা দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করিনি।’ অন্যদিকে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, শনিবার বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখছে ভারত।
এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত এসেছে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতের সমপদস্থ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। দুই পক্ষই বিকেল ৫টা থেকে গুলি-গোলা ও সামরিক কার্যক্রম বন্ধের ব্যাপারে একমত হয়।
এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পথে একটি বড় ধাপ। পাকিস্তানের আকাশসীমা খুলে দেওয়া এবং অস্ত্রবিরতির এই ঘোষণা দুই দেশের মধ্যে পুনর্মিলনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। আগামী দিনগুলোতে এই শান্তি অটুট থাকুক, এটাই সবার প্রত্যাশা।”