মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ১৭ মে

- আপডেট সময় ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে তারিখ নির্ধারণ করেছে আদালত। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই তারিখ ঘোষণা করেন।
আজ ছিল এই চাঞ্চল্যকর মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক। এর আগে, মামলার বাদীসহ মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানির পর আজ যুক্তিতর্কের সমাপ্তি ঘটে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে উপস্থাপিত দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী ১৭ মে, শনিবার এই মামলার রায় প্রদান করা হবে। তিনি আরও জানান, আজ সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে বেলা ১১টা ৩৫ মিনিটে শেষ হয়।
মামলার তদন্ত শেষে গত ১৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর গত ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। আট কার্যদিবস ধরে মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
গত ৮ মে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ১২ ও ১৩ মে মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ মাগুরা সদর উপজেলার একটি গ্রামে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু আছিয়া। ঘটনার শিকার হয় ৫ মার্চ রাতে।
অভিযোগ অনুযায়ী, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে এবং হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে গত ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করেন। এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার দাবি করা হয়।