এক দশক পর গুগল লোগোতে নতুনত্বের ছোঁয়া

- আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুগল তাদের পরিচিত ‘জি’ লোগোতে প্রায় এক দশক পর পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে এই টেক জায়ান্ট।
দীর্ঘদিন ধরে আমরা যে ‘জি’ অক্ষরটি দেখে এসেছি, সেটি চারটি স্বতন্ত্র রঙের ব্লক দিয়ে তৈরি ছিল। তবে নতুন আইকনে সেই ব্লক রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হলো এমন একটি নকশা যেখানে একটি রং ধীরে ধীরে অন্য রঙের সাথে মিশে যায়।
এবারের নতুন সংস্করণে লাল থেকে হলুদ, হলুদ থেকে সবুজ এবং সবুজ থেকে নীল রঙে একটি মসৃণ রূপান্তর দেখা যাচ্ছে। রংগুলো একে অপরের মধ্যে এমনভাবে মিশেছে যা দেখতে বেশ আকর্ষণীয়।
তবে, আপাতত গুগলের মূল ছয় অক্ষরের লোগোতে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে ক্রোম, ম্যাপস বা অন্যান্য চার রঙের লোগোগুলোতেও গুগল এই একই ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল ব্যবহার করতে পারে। এর মাধ্যমে হয়তো গুগল তার সকল অ্যাপ এবং সেবায় একটি সামঞ্জস্যপূর্ণ ভিজ্যুয়াল পরিচিতি তৈরি করতে চাইছে।
নতুন এই আইকনটি বর্তমানে আইওএস প্ল্যাটফর্মে গুগল সার্চ অ্যাপের আইকনে দেখা যাচ্ছে। এছাড়াও, অ্যান্ড্রয়েডের ১৬ দশমিক ১৮ (বেটা) আপডেটেও এটি যুক্ত হয়েছে। তবে গতকাল সোমবার পর্যন্ত গুগলের অন্যান্য ব্র্যান্ডিং উপাদান, যেমন তাদের ওয়েবসাইট বা অন্যান্য অ্যাপের আইকনে এই নতুন নকশার কোনো চিহ্ন দেখা যায়নি।
অন্যদিকে, গুগল সার্চ অ্যাপের এআই মোডে যে শর্টকাট আইকনটি রয়েছে, সেটিও প্রায় একই ধরনের গ্রেডিয়েন্ট ডিজাইন অনুসরণ করছে। যা ইঙ্গিত দেয়, গুগল ধীরে ধীরে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এই নতুন ডিজাইন নীতি গ্রহণ করতে শুরু করেছে।
গুগল কর্তৃপক্ষ এই পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। তবে, প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই নতুন আইকন উন্মোচনের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ২০ মে শুরু হতে যাচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন – গুগল আই/ও ২০২৫। অনেকেই মনে করছেন, এই সম্মেলনের আগে নতুন লোগো উন্মোচন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে।
প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বরে গুগল প্রথমবারের মতো তাদের বর্তমান ‘জি’ আইকনের রঙিন ব্লক সংস্করণ উন্মোচন করে। একই সময়ে তারা তাদের মূল লোগোতেও পরিবর্তন এনে ‘প্রোডাক্ট সানস’ নামের একটি নতুন টাইপফেস বা ফন্ট ব্যবহার শুরু করে।
এছাড়াও, আগের নীল ব্যাকগ্রাউন্ডের ছোট হাতের সাদা ‘g’-এর পরিবর্তে বর্তমান গোলাকৃতির রঙিন ‘G’ আইকন চালু হয়, যা আমরা গত প্রায় ১০ বছর ধরে দেখে আসছি। দীর্ঘ বিরতির পর এই নতুন পরিবর্তন গুগল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করবে বলেই আশা করা যাচ্ছে।