আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশ যাত্রায় বাধা

- আপডেট সময় ০১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য চেক-ইন করেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। ঠিক কী কারণে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।
শেখ হেলাল উদ্দীন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিবিদ এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই ঘটনার পর থেকে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। কেন শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
তবে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে কোনো আইনি জটিলতা অথবা নিরাপত্তা সংক্রান্ত কারণে তাকে আটকে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।