০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তিনি।
বুকে ব্যথা অনুভব করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।
মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্যাগস :