ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

তাকে নারায়ণগঞ্জে আনার জন্য ইতোমধ্যে জেলা পুলিশের একটি দল ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, নারায়ণগঞ্জে আনার পর রিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই গ্রেফতারের পেছনে রয়েছে একটি চাঞ্চল্যকর অভিযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লার একজন গার্মেন্টস ব্যবসায়ীকে তার কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকির একটি ফোনালাপের অডিও ফাঁস হয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এই ঘটনার পরই চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, এই ঘটনার জেরে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারেও পড়েছে ধাক্কা। বিএনপি তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে। আজ বৃহস্পতিবার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের ‘অনৈতিক কার্যকলাপ’ দলের সংহতির জন্য ক্ষতিকর।

নিউজটি শেয়ার করুন

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বিএনপি নেতা আটক

আপডেট সময় ০২:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

তাকে নারায়ণগঞ্জে আনার জন্য ইতোমধ্যে জেলা পুলিশের একটি দল ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, নারায়ণগঞ্জে আনার পর রিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই গ্রেফতারের পেছনে রয়েছে একটি চাঞ্চল্যকর অভিযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লার একজন গার্মেন্টস ব্যবসায়ীকে তার কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকির একটি ফোনালাপের অডিও ফাঁস হয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এই ঘটনার পরই চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, এই ঘটনার জেরে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারেও পড়েছে ধাক্কা। বিএনপি তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে। আজ বৃহস্পতিবার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের ‘অনৈতিক কার্যকলাপ’ দলের সংহতির জন্য ক্ষতিকর।