ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন

- আপডেট সময় ১১:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ পদক্ষেপের ফলে দেশটির সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান অচলাবস্থা আরও তীব্র হলো।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ লেখেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। প্রশাসন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অধীনে হার্ভার্ডের সার্টিফিকেশন বাতিল করেছে। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে বেআইনি বলে আখ্যায়িত করেছে।
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, তারা ১৪০টিরও বেশি দেশের বিদেশি ছাত্র এবং পণ্ডিতদের স্বাগত জানানোর ক্ষমতা সংরক্ষণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গত শিক্ষাবর্ষে ৬,৭০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল।