বিতর্ক চাই না, আগে সিনেমাটা মুক্তি পাক – সালমান খান

- আপডেট সময় ০৫:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : আর মাত্র একদিন, তারপরই প্রেক্ষাগৃহে আসছে সালমান খানের প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যেই উত্তেজনায় টগবগ করছে ভাইজানের ভক্তরা। ট্রেলারে ঝলক দেখিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন—এবার বক্স অফিসে ঝড় তুলতে আসছেন! তবে সিনেমার মুক্তির আগেই কোনো বিতর্কে জড়াতে চান না সালমান।
সিনেমার প্রচারে গিয়ে সালমান বলেন, “আমি জীবনে অনেক বিতর্ক দেখেছি, এবার আর কোনো বিতর্ক চাই না। আমার বিশ্বাস, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায় না।
বরং অনেক সময় এসব কারণে সিনেমার মুক্তি পিছিয়ে যায়। এমন ঘটনাও দেখেছি, যেখানে শুক্রবারের পরিবর্তে মঙ্গলবার পর্যন্ত রিলিজ ডেট পেছাতে হয়েছে। এখনো হাতে কয়েকটা দিন আছে, আগে সিনেমাটা রিলিজ করতে দিন।”
সালমান আরও বলেন, “এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। বছরখানেক আগেই আমাকে ‘লাভরাত্রি’ সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছিল, যদিও সেটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা চাইনি কোনো বিতর্ক হোক। আমার শুধু একটাই অনুরোধ, আমাদের পরিবার থেকে বিতর্ক দূরে থাকুক। জীবনে অনেক দেখেছি, আর নয়!”
এদিকে ‘সিকান্দার’ মুক্তির আগে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হলেন সঞ্জয় দত্ত। তাঁর অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে তিনি বলেন, “ট্রেলার তো সুপারহিট! আমার ছোট ভাইয়ের জন্য আমি সবসময় প্রার্থনা করি। ঈশ্বর ওকে অনেক কিছু দিয়েছেন, আর এই সিনেমাটাও দারুণ সফল হবে।”
এখন দেখার অপেক্ষা, ‘সিকান্দার’ মুক্তির পর কেমন ঝড় তোলে বক্স অফিসে!