১২ লাখ রুপি জরিমানা হার্দিক পান্ডিয়ার, আবারও নিষেধাজ্ঞার শঙ্কা?

- আপডেট সময় ০৫:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার পর থেকেই চ্যালেঞ্জের মুখে হার্দিক পান্ডিয়া। দল এখনো ছন্দ খুঁজে পায়নি, তার ওপর এবার মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হলো তাঁকে।
আইপিএল ২০২৪-এ মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্রথম ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। তবে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি পান্ডিয়া। কারণ, গত মৌসুমে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি, যা কার্যকর হয়েছে এই মৌসুমের প্রথম ম্যাচে।
নিষেধাজ্ঞা কাটিয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে ফেরেন তিনি, তবে সেখানেও দল ৩৬ রানে হারে। একইসঙ্গে ওভার রেটের কারণে পান্ডিয়াকে আবারও ১২ লাখ রুপি জরিমানা দিতে হচ্ছে।
গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানস তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের শিকার হয়েছিল, যার ফলে পান্ডিয়াকে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছিল।
তবে এবার বিসিসিআই নিয়ম কিছুটা শিথিল করেছে। এখন প্রতি ম্যাচে মন্থর ওভার রেটের জন্য অধিনায়করা একটি করে ডিমেরিট পয়েন্ট পাবেন, সঙ্গে ২৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি জরিমানা গুনতে হবে। তবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যাচ রেফারির হাতে থাকবে।
একই মৌসুমে কোনো অধিনায়ক যদি চারটি ডিমেরিট পয়েন্ট পান, তবে ম্যাচ রেফারি তাঁকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দিতে পারেন কিংবা জরিমানার পরিমাণ বাড়াতে পারেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডিমেরিট পয়েন্ট তিন বছর পর্যন্ত বহাল থাকবে।
রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়ার কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ানস কঠিন সময় পার করছে। গত মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছিল দলটি, আর এবারের প্রথম দুই ম্যাচেও জয়হীন রয়েছে তারা।
এখন দেখার বিষয়, পান্ডিয়া কি আবারও নিষেধাজ্ঞার মুখে পড়বেন, নাকি শৃঙ্খলা বজায় রেখে দলকে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এনে দেবেন!