ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বলিউড পরিচালক সনোজ মিশ্র, স্থগিত সিনেমার কাজ

- আপডেট সময় ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক সনোজ মিশ্র ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ঝাঁসির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে রোববার নবি করিমের পুলিশ তাকে আটক করে। এ ঘটনার ফলে তার নতুন সিনেমা ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভারতের নতুন নির্মাতা হিসেবে পরিচিত সনোজ মিশ্র ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা পরিচালনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এরপর অগ্নিগর্ভ মণিপুরের পটভূমিতে একটি সিনেমার ঘোষণা দেন এবং ভাইরাল হওয়া মালাপসারিণী মোনালিসা ভোঁসলেকে এতে কাস্ট করেন।
সেই সময় তিনি মোনালিসাকে বলিউডের অন্য অভিনেত্রীদের থেকে আলাদা ও সংস্কৃতিমনস্ক বলে উল্লেখ করেছিলেন, যা বিতর্কের সৃষ্টি করেছিল।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ঝাঁসির এক তরুণীর সঙ্গে পরিচয় হয় সনোজ মিশ্রর। অভিযোগকারী জানান, পরিচালকের সঙ্গে দেখা না করলে তিনি আত্মহত্যার হুমকি দেন।
সেই ভয়েই তরুণী দেখা করতে বাধ্য হন। এরপর কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক রিসোর্টে নিয়ে গিয়ে মাদকমিশ্রিত পানীয় খাইয়ে তাকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, সনোজ মিশ্র ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
শেষ পর্যন্ত তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বলিউডে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।