শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার সহজ উপায়

- আপডেট সময় ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
আপনার শৈশবের কথা মনে করুন—সবুজ মাঠে বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, শিশিরভেজা ভোরে ফুল কুড়ানো, বা ইটের স্টাম্পে বল লাগিয়ে উল্লাসে লাফানোর স্মৃতি হয়তো ভেসে ওঠে।
কিন্তু আজকের শহুরে জীবনে শিশুদের জন্য এমন আনন্দময় মুহূর্ত প্রায় হারিয়ে গেছে। তাদের দিন কাটে মোবাইল বা ডিজিটাল পর্দার সামনে। এই আসক্তি থেকে মুক্ত করতে চাইলে শিশুদের জন্য আকর্ষণীয় ও মজার বিকল্প দরকার। বকাঝকা নয়, বরং তাদের আগ্রহ জাগানো কাজে মনোযোগী করে তুলতে হবে।
প্রতিটি শিশুর পছন্দ আলাদা। তাই তাদের রুচি বুঝে কাজের সুযোগ করে দিন। কিছু ক্ষেত্রে ঘর নোংরা বা এলোমেলো হতে পারে, তবে সন্তানের মানসিক বিকাশের জন্য এটুকু মেনে নিন। নিজেরাও শিশুর সামনে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ তারা আপনাদের দেখেই শেখে।
রঙের জগতে মজা
রঙের সঙ্গে শিশুকে পরিচিত করান। একটি ইজেল বা জলরং কিনে দিন। তার আঁকা ছবি বাঁধিয়ে ঘরে সাজান। আঙুলে রং মেখে কাগজে ছাপ দিতে দিন বা রঙের মিশ্রণে নতুন রং আবিষ্কারের আনন্দ উপভোগ করতে উৎসাহ দিন। ঘরের একটি দেওয়াল বা বারান্দায় আঁকতে দিন, এমনকি মেঝেতে আলপনা আঁকার মজাও দিতে পারেন।
কাগজ ও কার্টনের খেলা
কাগজ ভাঁজ করে বা কেটে ফুল, পাখি, জাহাজ, গাছ—যা খুশি বানাতে দিন। রঙিন কাগজ বা পুরোনো কার্টন দিয়ে তার সৃজনশীলতাকে উৎসাহ দিন। তার তৈরি জিনিস দিয়ে ঘর সাজান বা বন্ধুদের উপহার দেওয়ার সুযোগ করে দিন।
ঘরে মজার কার্যক্রম
মাটি বা রঙিন প্লে-ডো দিয়ে শিশুকে ইচ্ছামতো গড়তে দিন। শহরে মাটি না থাকলে নার্সারি থেকে কিনে আনুন। তার তৈরি জিনিস রং করার সুযোগ দিন। গল্প বানানো বা গল্পের চরিত্রের অভিনয় শেখান। এমনকি ছোটখাটো বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষাও শেখাতে পারেন।
প্রকৃতির সঙ্গে বন্ধন
শিশুকে পার্কে নিয়ে পাতা-ফুল কুড়াতে দিন। সেগুলো ডায়েরিতে সংরক্ষণ বা রঙে ডুবিয়ে ছাপ নেওয়ার খেলা শেখান। বাড়িতে গাছ লাগানোর কাজে তাকে যুক্ত করুন। সম্ভব হলে কোনো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব গড়তে উৎসাহ দিন, যাতে সে যত্নশীলতা শিখতে পারে।
এই কার্যক্রমগুলো শিশুকে মোবাইল থেকে দূরে রাখবে এবং তার সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশে সাহায্য করবে।