০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আজ চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর হাইকোর্টে আজ শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি শুনানির জন্য রয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট। গত ২৩ এপ্রিল রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন।

আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতে ওইদিন চিন্ময়ের পক্ষে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুল বাসেত ও ফরিদ উদ্দিন খান।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ওই মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলে জানতে চাওয়া হয় আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না। বিষয়টি একই বেঞ্চের গত ১৯ মার্চের কার্যতালিকায় ওঠে। আদালত সেদিন রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) ওঠে।

এ সংক্রান্ত বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান বলেন, রুল শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় ওঠে। রাষ্ট্রপক্ষ থেকে কিছু হালনাগাদ তথ্যাদি জানানোর জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। ৩০ এপ্রিল রুলের ওপর শুনানি হবে।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি জানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। চিন্ময় দাস অসুস্থ। যে কারণে জামিনের আর্জি জানিয়েছি। আদালত রুল শুনানির ৩০ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

ওই মামলায় গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। এ আবেদনের শুনানি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি রুল দেন আদালত।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়।

ওই সময় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য দুই জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর হয়।

নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে গত বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি

আপডেট সময় ১১:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর হাইকোর্টে আজ শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি শুনানির জন্য রয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট। গত ২৩ এপ্রিল রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন।

আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতে ওইদিন চিন্ময়ের পক্ষে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুল বাসেত ও ফরিদ উদ্দিন খান।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ওই মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলে জানতে চাওয়া হয় আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না। বিষয়টি একই বেঞ্চের গত ১৯ মার্চের কার্যতালিকায় ওঠে। আদালত সেদিন রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) ওঠে।

এ সংক্রান্ত বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান বলেন, রুল শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় ওঠে। রাষ্ট্রপক্ষ থেকে কিছু হালনাগাদ তথ্যাদি জানানোর জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। ৩০ এপ্রিল রুলের ওপর শুনানি হবে।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি জানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। চিন্ময় দাস অসুস্থ। যে কারণে জামিনের আর্জি জানিয়েছি। আদালত রুল শুনানির ৩০ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

ওই মামলায় গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। এ আবেদনের শুনানি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি রুল দেন আদালত।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়।

ওই সময় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য দুই জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর হয়।

নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে গত বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।