মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা

- আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নদীতে নামতে প্রস্তুত জেলেরা। জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে। এরই মধ্যে ইলিশ ধরার প্রস্তুতিতে নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজ শেষ হয়েছে। এক বুক স্বপ্ন নিয়ে ইলিশ ধরার অপেক্ষায় রয়েছেন জেলেরা।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটারসহ ছয়টি নদী অঞ্চলে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। জেলেরা যাতে নদীতে মাছ ধরার জন্য নামতে না পারেন সেজন্য সার্বক্ষণিক স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করেছে। আইন অমান্যকারী জেলেদের করা হয়েছে জেলা-জরিমানা।
চাঁদপুর সদরের আনন্দ বাজার মেঘনা পাড়ের জেলে হালিম মিঞা বলেন, নদীতে মাছ ধরা থেকে দুই মাস বিরত ছিলাম। অপেক্ষার পালা শেষ হয়েছে। এখন আমরা মাছ ধরতে প্রস্তুত। নৌকা-জাল নদীতে নামিয়ে রাখছি। সময় হলে মাছ ধরতে যাব।
জেলেরা জানান, ধারদেনা করে এই দুই মাস তাদের চলতে হয়েছে। সরকার যে পরিমাণ চাল দিয়েছে, তা দিয়ে পরিবার চালানো কষ্টকর। অতিকষ্টে দুই মাস শেষ হয়েছে। এখন নদীতে নেমে যদি ইলিশ না পান তাহলে কষ্টের শেষ থাকবে না।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এই বছর জাটকা রক্ষা অভিযান অত্যন্ত সফল হয়েছে। যে কারণে ইলিশের উৎপাদন বাড়বে। ইলিশ বাড়লে তার সুফল একমাত্র জেলেরাই পাবেন।