ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে রাস্তায় টেনেহিঁচড়ে মারধর, স্বামীও আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় এক নারী গাইনি চিকিৎসককে তাঁর চেম্বার থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের অর্জুনদাস আগরওয়ালা সড়কের লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ হামলা চালায় একদল নারী। পরে ঘটনাস্থলে এসে তাঁর স্বামীকেও আক্রমণের শিকার হতে হয়। পুলিশ দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, একদল নারী চিকিৎসক শারমিন সুলতানাকে জোর করে রাস্তায় টেনে আনেন। এরপর তাঁকে চুলে টানাটানি, ঘুষি-লাথি ও পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, শারমিন বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার পর তা ফেরত দিচ্ছেন না বলে এই হামলা করা হয়েছে।

লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম জানান, শারমিন সুলতানা রিকশাযোগে চেম্বারে আসার পরপরই তাঁকে আক্রমণ করা হয়। স্থানীয় লোকজন ও সেন্টারের কর্মীরা তাকে রক্ষায় এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা নিতে হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ঘটনাটি মব মেন্টালিটির মতো ছিল। আমরা নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে উদ্ধার করে থানায় এনেছি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন সুলতানা কুষ্টিয়ার বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বার করেন। হামলাকারীদের দাবি, তিনি প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ ঘটনায় স্থানীয় চিকিৎসক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পুলিশ বলেছে, অভিযোগপত্র পাওয়ার পরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে রাস্তায় টেনেহিঁচড়ে মারধর, স্বামীও আক্রান্ত

আপডেট সময় ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

কুষ্টিয়ায় এক নারী গাইনি চিকিৎসককে তাঁর চেম্বার থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের অর্জুনদাস আগরওয়ালা সড়কের লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ হামলা চালায় একদল নারী। পরে ঘটনাস্থলে এসে তাঁর স্বামীকেও আক্রমণের শিকার হতে হয়। পুলিশ দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, একদল নারী চিকিৎসক শারমিন সুলতানাকে জোর করে রাস্তায় টেনে আনেন। এরপর তাঁকে চুলে টানাটানি, ঘুষি-লাথি ও পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, শারমিন বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার পর তা ফেরত দিচ্ছেন না বলে এই হামলা করা হয়েছে।

লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম জানান, শারমিন সুলতানা রিকশাযোগে চেম্বারে আসার পরপরই তাঁকে আক্রমণ করা হয়। স্থানীয় লোকজন ও সেন্টারের কর্মীরা তাকে রক্ষায় এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা নিতে হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ঘটনাটি মব মেন্টালিটির মতো ছিল। আমরা নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে উদ্ধার করে থানায় এনেছি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন সুলতানা কুষ্টিয়ার বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বার করেন। হামলাকারীদের দাবি, তিনি প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ ঘটনায় স্থানীয় চিকিৎসক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পুলিশ বলেছে, অভিযোগপত্র পাওয়ার পরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।