ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

- আপডেট সময় ০৯:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও বর্তমানে এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গত অক্টোবরে তিনি মার্কিন শক্তি খাতের প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।
এই সাক্ষাৎকারে উভয় পক্ষ কী আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে, আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন মহলের নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় হয়ে থাকে।