ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গাজায় ফের ইসরায়েলি হামলা, একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ২৭৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন, তিন শিশু এবং একজন সাবেক ফুটবলার রয়েছেন।

এ নিয়ে চলমান সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। খবর দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (৯ এপ্রিল) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে হামলা চালায়।

উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হন। এছাড়া উত্তর-পশ্চিম গাজা শহরের এক আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনের ওপর হামলায় আরও চারজন প্রাণ হারান।

পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় নিহত হয়েছেন একজন সাবেক ফুটবল খেলোয়াড়।

দক্ষিণ-পশ্চিম গাজার তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করছিলেন এমন ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুইজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আরও একাধিক হামলা চালানো হয়। এর মধ্যে শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি ত্রাণ তাবুতে বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হন এবং ১২ জন আহত হন।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের ইসরায়েলি হামলা, একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

আপডেট সময় ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন, তিন শিশু এবং একজন সাবেক ফুটবলার রয়েছেন।

এ নিয়ে চলমান সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। খবর দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (৯ এপ্রিল) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে হামলা চালায়।

উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হন। এছাড়া উত্তর-পশ্চিম গাজা শহরের এক আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনের ওপর হামলায় আরও চারজন প্রাণ হারান।

পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় নিহত হয়েছেন একজন সাবেক ফুটবল খেলোয়াড়।

দক্ষিণ-পশ্চিম গাজার তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করছিলেন এমন ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুইজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আরও একাধিক হামলা চালানো হয়। এর মধ্যে শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি ত্রাণ তাবুতে বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হন এবং ১২ জন আহত হন।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে।