দেশের ৫২% পরিবারে ইন্টারনেট, ব্যবহারকারী ৪৭%

- আপডেট সময় ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫: বাংলাদেশে ইন্টারনেট সুবিধা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৫২ শতাংশ পরিবার ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে।
এটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। তবে, ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৭.২ শতাংশ, যা সংযোগের তুলনায় কিছুটা কম।
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অ্যাক্সেস ও ব্যবহার’ শীর্ষক এই জরিপে জানা গেছে, মাত্র তিন মাস আগে ইন্টারনেট সংযোগের হার ছিল ৫০.৪ শতাংশ। গ্রামীণ এলাকায় এই হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৪৮.২ শতাংশ হয়েছে, আর শহরাঞ্চলে ৬০.২ শতাংশ থেকে বেড়ে ৬১.৬ শতাংশে পৌঁছেছে।
ব্যক্তিগত ব্যবহারে শহর-গ্রামের মধ্যে বৈষম্য রয়েছে। শহরে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও, গ্রামে এই হার ৩৮ শতাংশের নিচে। গত সেপ্টেম্বরে ব্যক্তিগত ব্যবহারকারীর হার ছিল ৪৫.৭ শতাংশ, যা এখন বেড়ে ৪৭.২ শতাংশ হয়েছে।
জরিপে আরও উঠে এসেছে, দেশের ৯৮.৭ শতাংশ পরিবারে মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে ৭২ শতাংশের কাছে স্মার্টফোন আছে। টেলিভিশন রয়েছে ৬৩.৬ শতাংশ পরিবারে, কিন্তু কম্পিউটার আছে মাত্র ৯.২ শতাংশ পরিবারে। ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী ৯০ শতাংশ, তবে কম্পিউটার ব্যবহারকারী মাত্র ৯ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সংযোগ বাড়লেও সবাই এর সুবিধা নিতে পারছেন না। তবে যারা ব্যবহার করছেন, তাদের বেশিরভাগই প্রতিদিন ইন্টারনেটে সক্রিয়। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে এই অগ্রগতি গুরুত্বপূর্ণ হলেও, গ্রামীণ এলাকায় ব্যবহার বাড়াতে আরও উদ্যোগ প্রয়োজন।