সায়েন্সল্যাবে ফের উত্তেজনা, সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

- আপডেট সময় ০১:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় কলেজের শিক্ষার্থীদের ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে এখনো এই সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
জানা গেছে, সংঘর্ষ শুরুর সময় সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ধরনের সংঘর্ষ নতুন নয়। এর আগেও, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যাতে বেশ কয়েকজন আহত হন।
এরও আগে, ৫ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জেরে সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ৯ ফেব্রুয়ারি সেই উত্তেজনা আবার সংঘর্ষে রূপ নেয়, যেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘সিটি কলেজ’ নামফলকের অংশ খুলে ফেলার ঘটনাও ঘটায়।
বারবার এই ধরনের সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন অভিভাবকরাও।