০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে নেই চিরচেনা যানজট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

সপ্তাহের শেষ কর্মদিবস আজ। যানজটের শহর হিসেবে পরিচিত ঢাকায় অফিস সময়ে নিয়মিত যানজট থাকলেও আজ দেখা মেলেনি সেই চিরচেনা চিত্র। ফলে নির্বিঘ্নে ভোগান্তিহীনভাবে চলাচল করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর শ্যমলী, শিশুমেলা, কলেজগেট, আসাদগেট, আড়ং, মানিকমিয়া অ্যভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর দীর্ঘ যানজটের সড়ক হিসেবে পরিচিত সড়কগুলোর কোথাও যানজট দেখা যায়নি। এছাড়া কর্মদিবসে অফিস সময়ে অন্যদিনের মতো সড়কে মানুষের ভিড়ও ছিল না চোখে পড়ার মতো। একইসঙ্গে গণপরিবহনের গেটে ঝুলে অফিসগামী মানুষের চলাচলের চিত্রও দেখা মেলেনি।

তবে খামারবাড়ি থেকে ফার্মগেট ও ফার্মগেট থেকে বিজয় সরণি সড়কে অল্প সময়ের জন্য সিগন্যালে গাড়ি দাঁড়াতে ও ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। একইসঙ্গে কারওয়ান বাজার থেকে বাংলামোটর সড়কেও সীমিত ধীরগতি দেখা গেছে। এছাড়া সড়কে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালনের চিত্রও দেখা গেছে।

আমিনবাজার থেকে কারওয়ান বাজারগামী যাত্রী রাশেদুল হাসান বলেন, গাবতলীতে অল্পকিছু যানজট ছিল। এছাড়া রাস্তায় আর কোনো যানজট পাইনি। তবে দু-এক জায়গায় স্টপেজগুলোতে যাত্রী ওঠানামার জন্য কিছুটা গাড়ির জটলা ছিল।

শাহবাগগামী অন্য এক যাত্রী মো. এনামুল বলেন, অল্প সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। কোথাও যানজট ছিল না। নির্দিষ্ট সময়ের আগেই চলে আসছি। সড়কে গাড়ি পেতেও কোনো সমস্যায় পড়তে হয়নি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে নেই চিরচেনা যানজট

আপডেট সময় ১২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

সপ্তাহের শেষ কর্মদিবস আজ। যানজটের শহর হিসেবে পরিচিত ঢাকায় অফিস সময়ে নিয়মিত যানজট থাকলেও আজ দেখা মেলেনি সেই চিরচেনা চিত্র। ফলে নির্বিঘ্নে ভোগান্তিহীনভাবে চলাচল করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর শ্যমলী, শিশুমেলা, কলেজগেট, আসাদগেট, আড়ং, মানিকমিয়া অ্যভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর দীর্ঘ যানজটের সড়ক হিসেবে পরিচিত সড়কগুলোর কোথাও যানজট দেখা যায়নি। এছাড়া কর্মদিবসে অফিস সময়ে অন্যদিনের মতো সড়কে মানুষের ভিড়ও ছিল না চোখে পড়ার মতো। একইসঙ্গে গণপরিবহনের গেটে ঝুলে অফিসগামী মানুষের চলাচলের চিত্রও দেখা মেলেনি।

তবে খামারবাড়ি থেকে ফার্মগেট ও ফার্মগেট থেকে বিজয় সরণি সড়কে অল্প সময়ের জন্য সিগন্যালে গাড়ি দাঁড়াতে ও ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। একইসঙ্গে কারওয়ান বাজার থেকে বাংলামোটর সড়কেও সীমিত ধীরগতি দেখা গেছে। এছাড়া সড়কে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালনের চিত্রও দেখা গেছে।

আমিনবাজার থেকে কারওয়ান বাজারগামী যাত্রী রাশেদুল হাসান বলেন, গাবতলীতে অল্পকিছু যানজট ছিল। এছাড়া রাস্তায় আর কোনো যানজট পাইনি। তবে দু-এক জায়গায় স্টপেজগুলোতে যাত্রী ওঠানামার জন্য কিছুটা গাড়ির জটলা ছিল।

শাহবাগগামী অন্য এক যাত্রী মো. এনামুল বলেন, অল্প সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। কোথাও যানজট ছিল না। নির্দিষ্ট সময়ের আগেই চলে আসছি। সড়কে গাড়ি পেতেও কোনো সমস্যায় পড়তে হয়নি।