০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
বিদেশিদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে মডেল মেঘনা আলম গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিদেশিদের প্রেমের জালে ফাঁসানোর অভিযোগে মডেল মেঘনা আলমকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর ধানমন্ডি থানায় করা এই মামলায় আজ বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ সকালে মেঘনাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর গ্রেপ্তারের আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে, গত ৯ এপ্রিল রাতে ডিবি পুলিশ মেঘনাকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে আটক করে। আটকের সময় তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তাঁর দরজা ভাঙতে চাচ্ছে। পরে ১০ এপ্রিল রাতে তাঁকে আদালতে তোলা হলে, বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।
ট্যাগস :