কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

- আপডেট সময় ০৪:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের কুমিরা এলাকায় গাড়িচাপায় খাদিজা খাতুন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে তিনি কলেজ থেকে আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বলেন, নিহত শিক্ষার্থী খাদিজা খাতুন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আল মাহমুদের স্ত্রী।
রাশেদ আল মাহমুদ চট্টগ্রাম নগরীর দামপাড়ার সিএমপি স্কুল অ্যান্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।