ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

দায়িত্ব থেকে সরানো হলো দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে

দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট এপিএস হিসেবে নিয়োগ পান। সেই সময় প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, উপদেষ্টা পদে আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালীন পর্যন্ত অথবা তাঁর ইচ্ছানুযায়ী এপিএস হিসেবে বহাল রাখা হবে মোয়াজ্জেমকে।

তবে দায়িত্ব পালনের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। এত দিন তাঁর অপসারণ নিয়ে গুঞ্জন থাকলেও আজ তা আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

এছাড়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে দপ্তরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

তুহিন ফারাবী ২০২৩ সালের ২ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এ নিয়োগ হবে অস্থায়ী এবং উপদেষ্টার দায়িত্বকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

তুহিন ফারাবীকেও ঘিরে বিভিন্ন অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছিল। জানা গেছে, তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দায়িত্ব থেকে সরানো হলো দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে

আপডেট সময় ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট এপিএস হিসেবে নিয়োগ পান। সেই সময় প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, উপদেষ্টা পদে আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালীন পর্যন্ত অথবা তাঁর ইচ্ছানুযায়ী এপিএস হিসেবে বহাল রাখা হবে মোয়াজ্জেমকে।

তবে দায়িত্ব পালনের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। এত দিন তাঁর অপসারণ নিয়ে গুঞ্জন থাকলেও আজ তা আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

এছাড়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে দপ্তরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

তুহিন ফারাবী ২০২৩ সালের ২ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এ নিয়োগ হবে অস্থায়ী এবং উপদেষ্টার দায়িত্বকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

তুহিন ফারাবীকেও ঘিরে বিভিন্ন অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছিল। জানা গেছে, তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য ছিলেন।