তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
ছিনতাইকারী ধরতে গিয়েই প্রাণ গেল আরমানের

- আপডেট সময় ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরমান হোসেন (২০)। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ের বুটেক্স মার্কেটের সামনে একদল সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা আরমানকে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরমানের বাবা মো. একরাম হোসেন জানান, সন্ধ্যায় তার ছেলে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়।
পরে খবর পান যে পলিটেকনিক মোড়ে কয়েকজন ছিনতাইকারীকে আটকাতে গিয়ে আরমান তাদের হামলার শিকার হন।
আরমানের খালাতো ভাই রাজু বলেন, আগে আরমান এক ছিনতাইকারীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। সম্ভবত প্রতিশোধ নিয়েই তাকে টার্গেট করা হয়েছে।
নিহত আরমান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্দার মানিক গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সাথে তেজগাঁওয়ের মধ্য বেগুনবাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি গোডাউনে দিনমজুর হিসেবে কাজ করতেন।