মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা
ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

- আপডেট সময় ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সস্ত্রীক প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন। সোমবার (২১ এপ্রিল) তিনি দিল্লির পালাম টেকনিক্যাল বিমানবন্দরে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁকে স্বাগত জানান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা, দুই ছেলে এবং এক মেয়ে।
দিল্লিতে পৌঁছে সপরিবারে অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন ভ্যান্স। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং সন্ধ্যায় এক নৈশভোজে অংশ নেন। সফরের পরবর্তী পর্যায়ে তাঁর জয়পুর এবং আগ্রার তাজমহল ঘুরে দেখার কথা রয়েছে।
ভারত সফরে ভ্যান্স ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক নীতি, জ্বালানি, প্রতিরক্ষা এবং কৌশলগত প্রযুক্তি বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফলপ্রসূ অগ্রগতির কথাও জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিটি দেশের সঙ্গে আলাদা করে বাণিজ্য চুক্তির পথ তৈরি করার লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাসের শেষ নাগাদ চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার বিষয়ে তারা আশাবাদী। এরই অংশ হিসেবে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ওয়াশিংটন সফর এবং মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে।
এই সফরের মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে।