মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

- আপডেট সময় ০৯:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মনোয়ার হোসেন শাহাদাৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীনগর থানা পুলিশ। পরে রাত ১০টার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর থানার হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন কামারগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমানে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ জানান, মনোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়।