ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫
মৃতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৫২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৮৯ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার ২৪০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আহতদের অনেককে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন ছাড়িয়ে গেছে।

পাশাপাশি বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে; উদ্ধারকর্মীরা সীমিত সক্ষমতার কারণে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত নতুন করে ১ হাজার ৮৬৪ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ জন। এসব হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।

ইসরায়েলের দাবি, হামাসের সঙ্গে সমঝোতার অভাবে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক মহল বলছে, এই আক্রমণ মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট অপমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গাজায় চলমান আক্রমণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে। তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৃতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৯:৫২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার ২৪০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আহতদের অনেককে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন ছাড়িয়ে গেছে।

পাশাপাশি বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে; উদ্ধারকর্মীরা সীমিত সক্ষমতার কারণে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত নতুন করে ১ হাজার ৮৬৪ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ জন। এসব হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।

ইসরায়েলের দাবি, হামাসের সঙ্গে সমঝোতার অভাবে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক মহল বলছে, এই আক্রমণ মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট অপমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গাজায় চলমান আক্রমণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে। তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।