যুবলীগ নেতা গ্রেপ্তার: ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের অভিযোগ

- আপডেট সময় ১০:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার মিছিলের ওপর গুলি চালানোর ঘটনায় টিটু জড়িত ছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সহিংসতার মামলা রয়েছে। গণমাধ্যমে তার অস্ত্র হাতে থাকার ছবিও প্রকাশিত হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার প্রমাণ থেকে টিটুর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড নিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে।”
উল্লেখ্য, টিটু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়ার সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।