ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

রেকর্ড রেমিট্যান্স ; তবুও ৮ ব্যাংকে আসেনি কোন টাকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

গত ঈদুল ফিতরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্সে এলেও ৮টি ব্যাংকে আসেনি এক টাকাও। এদিকে এপ্রিলের প্রথম ১৯ দিনেই দেশে ১৭৮ কোটি ডলার (প্রায় দৈনিক ৯ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে।

কিন্তু রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংকের রেমিট্যান্স শূন্য রয়ে গেছে।

গত মার্চে বাংলাদেশ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়ে ইতিহাস গড়লেও এই আট ব্যাংক তাদের প্রবাসী গ্রাহকদের আকর্ষণ করতে পারেনি। ব্যাংকিং সূত্রে জানা গেছে, প্রতিযোগিতামূলক বিনিময় হার ও ডিজিটাল সেবার অপ্রতুলতাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে অংশগ্রহণ না করতে পারা এসব ব্যাংকের জন্য বাণিজ্যিক ও ভাবমূর্তিগত দুটি ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড রেমিট্যান্স ; তবুও ৮ ব্যাংকে আসেনি কোন টাকা

আপডেট সময় ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গত ঈদুল ফিতরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্সে এলেও ৮টি ব্যাংকে আসেনি এক টাকাও। এদিকে এপ্রিলের প্রথম ১৯ দিনেই দেশে ১৭৮ কোটি ডলার (প্রায় দৈনিক ৯ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে।

কিন্তু রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংকের রেমিট্যান্স শূন্য রয়ে গেছে।

গত মার্চে বাংলাদেশ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়ে ইতিহাস গড়লেও এই আট ব্যাংক তাদের প্রবাসী গ্রাহকদের আকর্ষণ করতে পারেনি। ব্যাংকিং সূত্রে জানা গেছে, প্রতিযোগিতামূলক বিনিময় হার ও ডিজিটাল সেবার অপ্রতুলতাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে অংশগ্রহণ না করতে পারা এসব ব্যাংকের জন্য বাণিজ্যিক ও ভাবমূর্তিগত দুটি ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি করবে।