খুলনায় দিনদুপুরে মোটরসাইকেল আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

- আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
ফুলতলা উপজেলায় সুমন মোল্লা (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পিপরাইল গ্রামে সংঘটিত এ হত্যাকাণ্ডে তিন দুর্বৃত্ত জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিরা বাজারে দোকান বন্ধ করে সুমন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আরেকটি মোটরসাইকেল চালিয়ে তিন সশস্ত্র ব্যক্তি তার গতি রোধ করে। একপর্যায়ে তারা সরাসরি সুমনের মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “হত্যার কারণ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারকে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সুমন মোল্লা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার দোকান দিয়েই সংসার চলত।
গত কয়েক মাসে খুলনায় এ ধরনের সশস্ত্র হামলা বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ বলেছে, অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।