ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ২৬৭ বার পড়া হয়েছে

দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই। তবে মানুষের প্রয়োজন যে সংস্কার, শুধু সেটাই চাই। অপ্রয়োজনীয় সংস্কারের দরকার নেই।”

মির্জা আব্বাস সতর্ক করে বলেন, রাজনৈতিক ঐক্য ভাঙতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “ঐক্য নষ্ট হলে বাংলাদেশ আবার ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে। তাই সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নোবেল বিজয়ী ড. ইউনূসের বিষয়ে তিনি মন্তব্য করেন, “প্রশাসনে আওয়ামী লীগের দোসররা তাকে  সঠিক পথে চলতে দিচ্ছে না।” তিনি অন্তর্বর্তী সরকার প্রধানকে এসব ব্যক্তিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

মির্জা আব্বাস তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “দেশের মানুষের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে। আর মনে রাখতে হবে গণতন্ত্রের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না মির্জা আব্বাস

আপডেট সময় ০২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই। তবে মানুষের প্রয়োজন যে সংস্কার, শুধু সেটাই চাই। অপ্রয়োজনীয় সংস্কারের দরকার নেই।”

মির্জা আব্বাস সতর্ক করে বলেন, রাজনৈতিক ঐক্য ভাঙতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “ঐক্য নষ্ট হলে বাংলাদেশ আবার ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে। তাই সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নোবেল বিজয়ী ড. ইউনূসের বিষয়ে তিনি মন্তব্য করেন, “প্রশাসনে আওয়ামী লীগের দোসররা তাকে  সঠিক পথে চলতে দিচ্ছে না।” তিনি অন্তর্বর্তী সরকার প্রধানকে এসব ব্যক্তিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

মির্জা আব্বাস তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “দেশের মানুষের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে। আর মনে রাখতে হবে গণতন্ত্রের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”