ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ঢাকার দুই সিটি করপোরেশন এক করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ২৭৫ বার পড়া হয়েছে

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ , এই দুই সিটি করপোরেশনকে একত্র করে একটি মহানগর সরকার গঠনের পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

কমিশনের রিপোর্টে বলা হয়েছে , বর্তমান কাঠামোয় নাগরিকদের জন্য কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গত রোববার (২০ এপ্রিল) কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাকে ২০টি স্বতন্ত্র ‘সিটি কাউন্সিল’-এ ভাগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মিরপুর একটি সিটি কাউন্সিল হতে পারে। এই কাউন্সিলগুলো নিজ নিজ এলাকার কাজ করবে, আর সিটি করপোরেশন সবকিছু সমন্বয় করবে।

প্রতিটি ওয়ার্ড থেকে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন। এর মধ্যে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কাউন্সিলররা নিজেদের মধ্যে ভোট দিয়ে সিটি কাউন্সিল ও সিটি করপোরেশনের মেয়র নির্বাচন করবেন।

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে আট সদস্যের এই কমিশন বলছে, এলাকাভিত্তিক কাউন্সিল হলে স্থানীয় মানুষ বেশি উপকৃত হবে। প্রতিটি সিটি কাউন্সিলে জনসংখ্যার ভিত্তিতে ৯ থেকে ১৫টি ওয়ার্ড থাকবে।

এই কাউন্সিলগুলো নিজস্ব বাজেট ও প্রশাসন নিয়ে জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় রাস্তার কাজ এবং ব্যবসার লাইসেন্স দেওয়ার মতো সেবা দেবে। স্থানীয় করও সংগ্রহ করবে কাউন্সিলগুলো।

প্রস্তাবিত ২০টি সিটি কাউন্সিলের মধ্যে থাকতে পারে গুলশান-বনানী-বারিধারা, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, তেজগাঁও প্রভৃতি এলাকা।

২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন ভেঙে ২০১২ সালে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গঠিত হয়। এর আগে ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা এবং ১৯৯০ সালে সিটি করপোরেশন হিসেবে গঠিত হয়েছিল।

মতামত জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর বলেছেন, দুই সিটি থাকলে সেবা দেওয়া সহজ হয়। এমনকি মেয়র নির্বাচনে সরাসরি ভোটের অধিকার বজায় রাখা গণতন্ত্রের জন্য জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকার দুই সিটি করপোরেশন এক করার প্রস্তাব

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ , এই দুই সিটি করপোরেশনকে একত্র করে একটি মহানগর সরকার গঠনের পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

কমিশনের রিপোর্টে বলা হয়েছে , বর্তমান কাঠামোয় নাগরিকদের জন্য কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গত রোববার (২০ এপ্রিল) কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাকে ২০টি স্বতন্ত্র ‘সিটি কাউন্সিল’-এ ভাগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মিরপুর একটি সিটি কাউন্সিল হতে পারে। এই কাউন্সিলগুলো নিজ নিজ এলাকার কাজ করবে, আর সিটি করপোরেশন সবকিছু সমন্বয় করবে।

প্রতিটি ওয়ার্ড থেকে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন। এর মধ্যে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কাউন্সিলররা নিজেদের মধ্যে ভোট দিয়ে সিটি কাউন্সিল ও সিটি করপোরেশনের মেয়র নির্বাচন করবেন।

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে আট সদস্যের এই কমিশন বলছে, এলাকাভিত্তিক কাউন্সিল হলে স্থানীয় মানুষ বেশি উপকৃত হবে। প্রতিটি সিটি কাউন্সিলে জনসংখ্যার ভিত্তিতে ৯ থেকে ১৫টি ওয়ার্ড থাকবে।

এই কাউন্সিলগুলো নিজস্ব বাজেট ও প্রশাসন নিয়ে জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় রাস্তার কাজ এবং ব্যবসার লাইসেন্স দেওয়ার মতো সেবা দেবে। স্থানীয় করও সংগ্রহ করবে কাউন্সিলগুলো।

প্রস্তাবিত ২০টি সিটি কাউন্সিলের মধ্যে থাকতে পারে গুলশান-বনানী-বারিধারা, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, তেজগাঁও প্রভৃতি এলাকা।

২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন ভেঙে ২০১২ সালে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গঠিত হয়। এর আগে ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা এবং ১৯৯০ সালে সিটি করপোরেশন হিসেবে গঠিত হয়েছিল।

মতামত জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর বলেছেন, দুই সিটি থাকলে সেবা দেওয়া সহজ হয়। এমনকি মেয়র নির্বাচনে সরাসরি ভোটের অধিকার বজায় রাখা গণতন্ত্রের জন্য জরুরি।