গুগলের ‘ক্রোম’ ব্রাউজার কিনতে চায় ওপেনএআই

- আপডেট সময় ০৩:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ কিনতে আগ্রহী। তারা মনে করে, এটি কিনে নিলে গুগলের অনুসন্ধান বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙা সম্ভব হবে।
ওয়াশিংটনে গুগলের বিরুদ্ধে চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে ওপেনএআই-এর প্রধান পণ্য কর্মকর্তা নিক টার্লি বলেন, যদি গুগলকে ক্রোম বিক্রি করতে বাধ্য করা হয়, তাহলে ওপেনএআই সেটি কিনতে প্রস্তুত।
তিনি জানান, গুগলের সার্চ ও বিজ্ঞাপন বাজারে আধিপত্য শুধু এআই উন্নয়ন নয়, পুরো ইন্টারনেট ব্যবস্থায় প্রতিযোগিতার পথে বড় বাধা। ক্রোম কিনে ওপেনএআই ব্যবহারকারীদের জন্য এআই-ভিত্তিক নতুন ধরনের সার্চ অভিজ্ঞতা তৈরি করতে চায়।
ওপেনএআই এখন চ্যাটজিপিটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু সার্চের ক্ষেত্রে তারা এখনো গুগলের মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। টার্লি বলেন, চ্যাটজিপিটি এখনো ৮০ শতাংশ সার্চ প্রশ্নের জবাব নিজে দিতে পারে না।
মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, গুগল মোবাইল নির্মাতাদের সঙ্গে এমন চুক্তি করেছে, যাতে গুগলের সার্চ, ক্রোম এবং জেমিনি এআই অ্যাপ নতুন ফোনে স্বয়ংক্রিয়ভাবে থাকে। এটি প্রতিযোগিতার জন্য ক্ষতিকর বলে মনে করেন আইনজীবীরা।
বিচারক অমিত মেহতা বলেছেন, এই চুক্তিগুলো প্রযুক্তি বাজারে অন্যদের জন্য বাধা তৈরি করছে এবং গুগলের এআই পণ্যগুলোকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।
টার্লি জানান, গত বছর ওপেনএআই গুগলের সার্চ এপিআই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু গুগল তা প্রত্যাখ্যান করে। এখন চ্যাটজিপিটি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ওপর নির্ভর করে।
তবে ওপেনএআই মনে করে, গুগলের ডেটা ও প্ল্যাটফর্মে প্রবেশাধিকার না পেলে সার্চ ও এআই খাতে সমান প্রতিযোগিতা হবে না। টার্লি বলেন, তারা চান একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক সার্চ পরিবেশ, আর তা গড়তে গুগলের প্রভাব কমাতে হবে।