০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাভারে স্ত্রীকে হত্যার পর মরদেহ নিতে পুলিশকে ফোন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

সাভারে স্ত্রীকে হত্যা করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে মরদেহ নিয়ে যেতে বলেছেন এক স্বামী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যার শিকার ওই নারীর নাম রুমানা আক্তার (২০)। এ ঘটনার পর স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, কয়েকদিন আগে নওগাঁ থেকে সাজ্জাদ হোসেন মানিক স্ত্রীকে নিয়ে সাভারে তার ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে সাজ্জাদ হোসেন মানিকের ভাই সকালে গার্মেন্টসে কাজে গেলে বেড়াতে আসা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন সাজ্জাদ। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে মরদেহ নিয়ে যেতে বলেন পুলিশকে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ট্যানারি পুলিশ ফাঁড়ি ও সাভার মডেল থানার (এসআই) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। স্বামীকে আটকে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাভারে স্ত্রীকে হত্যার পর মরদেহ নিতে পুলিশকে ফোন

আপডেট সময় ০৪:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাভারে স্ত্রীকে হত্যা করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে মরদেহ নিয়ে যেতে বলেছেন এক স্বামী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যার শিকার ওই নারীর নাম রুমানা আক্তার (২০)। এ ঘটনার পর স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, কয়েকদিন আগে নওগাঁ থেকে সাজ্জাদ হোসেন মানিক স্ত্রীকে নিয়ে সাভারে তার ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে সাজ্জাদ হোসেন মানিকের ভাই সকালে গার্মেন্টসে কাজে গেলে বেড়াতে আসা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন সাজ্জাদ। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে মরদেহ নিয়ে যেতে বলেন পুলিশকে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ট্যানারি পুলিশ ফাঁড়ি ও সাভার মডেল থানার (এসআই) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। স্বামীকে আটকে অভিযান চলছে।