মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১২:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে রবিবার (২৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিকাইল (২২)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে। মো. ওবায়দুল (২৩)। তিনি একই গ্রামের হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে রবিবার ভোরে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্যাগস :