কাশিমপুর কারাগার থেকে বের হলেন নুসরাত ফারিয়া

- আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, আজ সকালেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯শে জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন।
গত ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন। সেই মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়।
আদালতের নির্দেশে গত ৩রা মে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয় এবং এর প্রায় দুই সপ্তাহ পর নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল।