পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়

- আপডেট সময় ০২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের পুলিশ বাহিনীকে স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দলীয় বাহিনীতে পরিণত করার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। স্বৈরাচারের অন্যায় ও অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপক জনরোষের মুখে পড়ে। এর মাশুল অনেক সৎ পুলিশ সদস্যকেও দিতে হয়েছে। বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আজকের দিনে আমি মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কারণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এটা গুরুত্বপূর্ণ এক অধ্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাসে।
তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেসময় দেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। এ সময় জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার সবরকমের ব্যবস্থা নিয়েছে পরিস্থিতির উন্নতির জন্য।
সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সঙ্গে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না- যুগ যুগ ধরে এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, দূর্গাপূজা, বিশ্ব ইজতেমা, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ বিভিন্ন উৎসব পুলিশ বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এজন্য তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।