০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

লাকসামে পুকুর থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

নিখোঁজের একদিন পর কুমিল্লার লাসকামে পুকুর থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি পূর্বপাড়ার একটি পুকুর থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, মো. জিহাদ হোসেন (৭)। সে গুনতি পূর্ব পাড়ার রুবেল মিয়ার ছেলে। সাব্বির হোসেন মহিন (১০)। সে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে । তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিহাদ ও সাব্বির গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর নিখোঁজ হয়। সন্ধ্যার পরেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
রাত পর্যন্ত আত্মীয়স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাদের সন্ধান করেও পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতদের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন লাকসাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাকসামে পুকুর থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নিখোঁজের একদিন পর কুমিল্লার লাসকামে পুকুর থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি পূর্বপাড়ার একটি পুকুর থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, মো. জিহাদ হোসেন (৭)। সে গুনতি পূর্ব পাড়ার রুবেল মিয়ার ছেলে। সাব্বির হোসেন মহিন (১০)। সে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে । তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিহাদ ও সাব্বির গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর নিখোঁজ হয়। সন্ধ্যার পরেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
রাত পর্যন্ত আত্মীয়স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাদের সন্ধান করেও পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতদের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন লাকসাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া।