১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক আহমেদ সিদ্দিক (প্রতিরক্ষা উপদেষ্টা) ও তাদের পরিবারের সদস্যসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের ওপর নিষেধাজ্ঞা:

১. শফিক আহমেদ সিদ্দিক (শেখ রেহানার স্বামী)

২. শাহিন সিদ্দিক (তারিকের স্ত্রী)

৩. বুশরা সিদ্দিক (তারিকের মেয়ে)

৪. নওরিন তাসমিয়া সিদ্দিক (তারিকের মেয়ে)

৫. লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদ উদ্দিন খান

৬. ফারজানা আনজুম (শহীদ উদ্দিনের স্ত্রী)

৭. শেহতাজ মুন্নাসী খান (কন্যা)

৮. পারিজা পাইনাজ খান (কন্যা)

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, প্রচ্ছায়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রূপপুর প্রকল্পের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযুক্তরা গোপনে দেশত্যাগের চেষ্টা করলে অনুসন্ধানে বিঘ্ন ঘটতে পারে বলে দুদক আদালতকে জানায়।

রাশিয়ার সহায়তায় নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি, যার আনুমানিক ব্যয় ১.১২ লাখ কোটি টাকা। দুদকের অভিযোগ, প্রকল্পের নামে প্রচ্ছায়া লিমিটেডের মাধ্যমে অর্থ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছে।

এদিকে, আদালতের আদেশে অভিযুক্তদের পাসপোর্ট জব্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিদেশযাত্রা রোধে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান টিম এখন অভিযুক্তদের আর্থিক লেনদেন ও প্রকল্পে তাদের ভূমিকা তদন্ত করছে।

গত কয়েক বছর ধরে রূপপুর প্রকল্প নিয়ে বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠলেও এটিই প্রথম আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আপডেট সময় ০৪:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক আহমেদ সিদ্দিক (প্রতিরক্ষা উপদেষ্টা) ও তাদের পরিবারের সদস্যসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের ওপর নিষেধাজ্ঞা:

১. শফিক আহমেদ সিদ্দিক (শেখ রেহানার স্বামী)

২. শাহিন সিদ্দিক (তারিকের স্ত্রী)

৩. বুশরা সিদ্দিক (তারিকের মেয়ে)

৪. নওরিন তাসমিয়া সিদ্দিক (তারিকের মেয়ে)

৫. লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদ উদ্দিন খান

৬. ফারজানা আনজুম (শহীদ উদ্দিনের স্ত্রী)

৭. শেহতাজ মুন্নাসী খান (কন্যা)

৮. পারিজা পাইনাজ খান (কন্যা)

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, প্রচ্ছায়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রূপপুর প্রকল্পের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযুক্তরা গোপনে দেশত্যাগের চেষ্টা করলে অনুসন্ধানে বিঘ্ন ঘটতে পারে বলে দুদক আদালতকে জানায়।

রাশিয়ার সহায়তায় নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি, যার আনুমানিক ব্যয় ১.১২ লাখ কোটি টাকা। দুদকের অভিযোগ, প্রকল্পের নামে প্রচ্ছায়া লিমিটেডের মাধ্যমে অর্থ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছে।

এদিকে, আদালতের আদেশে অভিযুক্তদের পাসপোর্ট জব্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিদেশযাত্রা রোধে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান টিম এখন অভিযুক্তদের আর্থিক লেনদেন ও প্রকল্পে তাদের ভূমিকা তদন্ত করছে।

গত কয়েক বছর ধরে রূপপুর প্রকল্প নিয়ে বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠলেও এটিই প্রথম আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ।