০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫
শেরপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষকের গোলাম মোস্তফা (৬০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, ক্ষেতে ধান কাটতে যান গোলাম মোস্তফা ও আফিজুল হক নামের দুই কৃষক। দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তবে আফিজুল হক আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
ট্যাগস :