পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক ভারতে

- আপডেট সময় ০৪:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
পাকিস্তানি তারকারা ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে হামলার ইস্যুতে ভারতের চোখের বিষ। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো আরও দুই পাক তারকার। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে পেহেলগাম কাণ্ডের পর থেকেই চলছে দ্বন্দ্ব; আর এ নিয়ে রোষানলের শিকার পাকিস্তানি তারকারা।
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। প্রতিবেশী দেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয় সেই দাবিও উঠেছে।
যদিও পাকিস্তানি তারকারা পেহেলগাম কাণ্ডে নিন্দা জানিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু দুই দেশের চাপানউতরের প্রভাব পড়েছে তাদের সামাজিক মাধ্যমে। যার জেরে মাহিরা ও হানিয়ার ভারতীয় অনুরাগীরা মুষড়ে পড়েন। ফাওয়াদ খান ও আতিফ আসলাম এবার ভারতে নিষিদ্ধ হলেন। ভারতে এই দুই তারকারও রয়েছেন অসংখ্য অনুরাগী। এই দুই তারকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টও ভারতে বাতিল করে দেওয়া হল।
উল্লেখ্য, পেহেলগামের এর নিন্দা করেছিলেন ফাওয়াদ খানও। তবে এই কাণ্ডের পর থেকে তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফাওয়াদের বিপরীতে বাণী কাপুর অভিনয় করার জেরে তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফাওয়াদ খানের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অন্যদিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাদেরও।