ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

আর্সেনালের কাছ থেকে জয় ছিনিয়ে নিলো বোর্নমাউথ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শেষের দিনগুলোও ভালো যাচ্ছে না। গানারদের ঘরের মাঠ থেকেও শনিবার (৩ মে) রাতে জয় ছিনিয়ে নিয়েছে এএফসি বোর্নমাউথ। বোর্নমাউথ তার ইতিহাসে এই প্রথম আর্সেনালের মাঠে জয় পেল। শুরুতে গোল করেছিল আর্সেনালই। এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানের জয় পায় বোর্নমাউথ।

আর্সেনালকে ৩৪ মিনিটে ডেকলান রাইস এগিয়ে দেন। মার্টিন ওডেগার্ডের নিখুঁত রিভার্স পাসে দৌড়ে কেপা আরিজাবালাগাকে কাটিয়ে গোল করেন তিনি। এটি ছিল আর্সেনালের হয়ে তার ১০০তম ম্যাচে এক পরিপূর্ণ ফিনিশিং। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

আর্সেনাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিট পর স্কোরলাইন ২-০ করার সুযোগ পায়। কিন্তু বুকায়ো সাকা দারুণ সুযোগ মিস করেন। ইংলিশ তারকা ফরোয়ার্ড বল কেটে ভিতরে ঢুকে অল্পের জন্য বাইরে মারেন।

এরপর হঠাৎ করেই দুই গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় বোর্নমাউথ। ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় আন্তোনিও সেমেনিওর লম্বা থ্রো থেকে মাথা ছুঁইয়ে বল নিচের কর্নারে পাঠিয়ে বোর্নমাউথকে সমতায় ফেরান ডিন হুইসেন।

কর্নার থেকে আট মিনিট পর গোল করে এভানিলসন। নিশ্চিত হয় বোর্নমাউথের জয়। ওই সময় হ্যান্ডবলের আবেদন করে আর্সেনাল। তবে ভিএআরে সূক্ষ্ম বিশ্লেষণের পরও বল হাতে লাগার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোর্নমাউথ।

ম্যাচ শেষে আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড স্কাই স্পোর্টসকে বলেন, আমরা গোল করলাম এবং মনে হচ্ছিল আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি। কিন্তু ওরা গোল করলো এবং আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম… । দ্বিতীয়ার্ধ একেবারেই গ্রহণযোগ্য নয়।

আর্সেনালের বিপক্ষে এই জয়ে প্রথমবারের মতো ডাবল (দুই ম্যাচেই জয়) করল বোর্নমাউথ। দলঠি ৩৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। যা আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য যথেষ্ট হতে পারে।

৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের পর আর্সেনাল টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গানাররা। তারা যদি বাকি তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট পায়, তবে শীর্ষ পাঁচ নিশ্চিত হবে এবং পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে।

লিভারপুল গত সপ্তাহে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় চলতি মৌসুমে আর্সেনালের শিরোপা জয়ের একমাত্র সুযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগ। এই প্রতিযোগিতায় সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে গানাররা। অ্যাওয়ে লেগে সেই ঘাটতি পুষিয়ে তুলতে হবে মিকেল আরতেতার দলকে। সেটিই দেখায় অপেক্ষায় আর্সেনাল ভক্তরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্সেনালের কাছ থেকে জয় ছিনিয়ে নিলো বোর্নমাউথ

আপডেট সময় ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শেষের দিনগুলোও ভালো যাচ্ছে না। গানারদের ঘরের মাঠ থেকেও শনিবার (৩ মে) রাতে জয় ছিনিয়ে নিয়েছে এএফসি বোর্নমাউথ। বোর্নমাউথ তার ইতিহাসে এই প্রথম আর্সেনালের মাঠে জয় পেল। শুরুতে গোল করেছিল আর্সেনালই। এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানের জয় পায় বোর্নমাউথ।

আর্সেনালকে ৩৪ মিনিটে ডেকলান রাইস এগিয়ে দেন। মার্টিন ওডেগার্ডের নিখুঁত রিভার্স পাসে দৌড়ে কেপা আরিজাবালাগাকে কাটিয়ে গোল করেন তিনি। এটি ছিল আর্সেনালের হয়ে তার ১০০তম ম্যাচে এক পরিপূর্ণ ফিনিশিং। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

আর্সেনাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিট পর স্কোরলাইন ২-০ করার সুযোগ পায়। কিন্তু বুকায়ো সাকা দারুণ সুযোগ মিস করেন। ইংলিশ তারকা ফরোয়ার্ড বল কেটে ভিতরে ঢুকে অল্পের জন্য বাইরে মারেন।

এরপর হঠাৎ করেই দুই গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় বোর্নমাউথ। ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় আন্তোনিও সেমেনিওর লম্বা থ্রো থেকে মাথা ছুঁইয়ে বল নিচের কর্নারে পাঠিয়ে বোর্নমাউথকে সমতায় ফেরান ডিন হুইসেন।

কর্নার থেকে আট মিনিট পর গোল করে এভানিলসন। নিশ্চিত হয় বোর্নমাউথের জয়। ওই সময় হ্যান্ডবলের আবেদন করে আর্সেনাল। তবে ভিএআরে সূক্ষ্ম বিশ্লেষণের পরও বল হাতে লাগার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোর্নমাউথ।

ম্যাচ শেষে আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড স্কাই স্পোর্টসকে বলেন, আমরা গোল করলাম এবং মনে হচ্ছিল আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি। কিন্তু ওরা গোল করলো এবং আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম… । দ্বিতীয়ার্ধ একেবারেই গ্রহণযোগ্য নয়।

আর্সেনালের বিপক্ষে এই জয়ে প্রথমবারের মতো ডাবল (দুই ম্যাচেই জয়) করল বোর্নমাউথ। দলঠি ৩৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। যা আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য যথেষ্ট হতে পারে।

৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের পর আর্সেনাল টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গানাররা। তারা যদি বাকি তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট পায়, তবে শীর্ষ পাঁচ নিশ্চিত হবে এবং পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে।

লিভারপুল গত সপ্তাহে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় চলতি মৌসুমে আর্সেনালের শিরোপা জয়ের একমাত্র সুযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগ। এই প্রতিযোগিতায় সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে গানাররা। অ্যাওয়ে লেগে সেই ঘাটতি পুষিয়ে তুলতে হবে মিকেল আরতেতার দলকে। সেটিই দেখায় অপেক্ষায় আর্সেনাল ভক্তরা।