ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

পারভেজ হত্যা মামলায় নারী শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ২৫৬ বার পড়া হয়েছে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর নদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার টিনার গ্রেপ্তার নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে পারভেজ ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একদল শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মীমাংসার চেষ্টা করলেও ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তাকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত মেহরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, বাকিরা রিমান্ডে রয়েছেন।

ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, পারভেজ হত্যার পেছনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব জড়িত। তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারভেজ হত্যা মামলায় নারী শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট সময় ১২:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর নদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার টিনার গ্রেপ্তার নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে পারভেজ ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একদল শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মীমাংসার চেষ্টা করলেও ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তাকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত মেহরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, বাকিরা রিমান্ডে রয়েছেন।

ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, পারভেজ হত্যার পেছনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব জড়িত। তদন্ত চলছে।