বিল গেটসের মহৎ উদ্যোগ
২০৪৫ সালের মধ্যে বন্ধ হবে গেটস ফাউন্ডেশন

- আপডেট সময় ০২:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০৪৫ সালের মধ্যে তাদের প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যেই তিনি তার মোট সম্পদের প্রায় ৯৯ শতাংশ, যা আনুমানিক ২০০ বিলিয়ন ডলারের বেশি, দান করে দেবেন।
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার বিল গেটস এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, তার এই বিপুল পরিমাণ সম্পদ দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় করাই হবে তার জীবনের শেষ লক্ষ্য।
নিজের ব্যক্তিগত ব্লগ পোস্টে বিল গেটস আরও বিস্তারিতভাবে লিখেছেন। তিনি জানান, বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচানো এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে তিনি তার প্রায় সমস্ত সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে গেটস ফাউন্ডেশন ইতিমধ্যেই প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পদ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছে।
২০০০ সালে বিল গেটস এবং তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসের হাত ধরে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধের ক্ষেত্রে গেটস ফাউন্ডেশনের অবদান অনস্বীকার্য। তাদের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই ৮২ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হয়েছে।
তবে, ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে। ২০২৪ সালের মে মাসে বিল গেটসের সাথে বিবাহ বিচ্ছেদের পর মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে সরে দাঁড়ান।
এরপর থেকে বিল গেটস একাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি চান না মৃত্যুর পর মানুষ তাকে শুধু একজন ‘ধনী ব্যক্তি’ হিসেবে মনে রাখুক। বরং, মানবকল্যাণে তার অবদান যেন মানুষ স্মরণ করে, সেই চেষ্টাই তিনি করে যাচ্ছেন।