হজযাত্রীদের জন্য ভিসা বাতিলের সুযোগ: ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

- আপডেট সময় ০২:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
আসন্ন হজ ২০২৫-এর জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কোনো অনিবার্য কারণে এখন ভিসা বাতিল করা যেতে পারে। সৌদি সরকার এই সুযোগ দিয়েছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে হজ এজেন্সিগুলোকে একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের ই-হজ সিস্টেমে ২০২৫ সালের ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের ভিসা বাতিলের একটি নতুন অপশন চালু করা হয়েছে। এই সুযোগের ফলে, যদি কোনো হজযাত্রীর ভিসার প্রয়োজন না হয় বা অন্য কোনো বিশেষ কারণে ভিসা বাতিল করতে চান, তবে তা করা সম্ভব হবে।
তবে, ভিসা বাতিলের ক্ষেত্রে একটি নিয়ম প্রযোজ্য হবে। যদি কোনো হজযাত্রী তার ভিসা বাতিল করেন, তবে ভিসা ফি এবং ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ যে ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে, তা ফেরতযোগ্য হবে না, অর্থাৎ তা কেটে নেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় এই বিষয়টি হজযাত্রী এবং হজ এজেন্সি সহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অবহিত করেছে।
এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। যদিও অধিকাংশ হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে এখনো প্রায় এক হাজার হজযাত্রীর ভিসা কার্যক্রম বাকি রয়েছে।
চাঁদ দেখার উপর নির্ভরশীল করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ইতিমধ্যেই শুরু হয়েছে গত ২৯শে এপ্রিল থেকে এবং এই ফ্লাইট চলবে আগামী ৩১শে মে পর্যন্ত। এ পর্যন্ত মোট ৮৯টি হজ ফ্লাইটে ৩৬ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন।
সুতরাং, যে সকল হজযাত্রীর বিশেষ কোনো কারণে ভিসা বাতিলের প্রয়োজন হতে পারে, তাদের জন্য সৌদি সরকারের এই সুযোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। তবে ভিসা বাতিলের পূর্বে আর্থিক দিকটি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।