ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

চট্টগ্রামে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার হয়েছেন।

শনিবার রাতে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তামান্না দাবি করেছিলেন তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন, কিন্তু প্রমাণ দেখাতে পারেননি।

বাকলিয়ার জোড়া খুনের মামলায় তিনি ১০ এপ্রিল উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে আদালতের নির্দেশ মানেননি বলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এর দুই সপ্তাহ পর ২৯ মার্চ বাকলিয়ায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন।

এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ, তামান্নাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কারাবন্দি ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। তিনি বায়েজিদ বোস্তামী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।

 

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার হয়েছেন।

শনিবার রাতে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তামান্না দাবি করেছিলেন তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন, কিন্তু প্রমাণ দেখাতে পারেননি।

বাকলিয়ার জোড়া খুনের মামলায় তিনি ১০ এপ্রিল উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে আদালতের নির্দেশ মানেননি বলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এর দুই সপ্তাহ পর ২৯ মার্চ বাকলিয়ায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন।

এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ, তামান্নাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কারাবন্দি ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। তিনি বায়েজিদ বোস্তামী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।