যানজটে নাকাল নগরবাসী: সড়ক অবরোধ পরিহারের আহ্বান ডিএমপির

- আপডেট সময় ০১:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে ঘন ঘন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংশ্লিষ্ট সকলকে সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিককালে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তাদের দাবি পূরণের জন্য বা কোনো ঘটনার প্রতিবাদে প্রায়শই ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করছেন। এর ফলে নগরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে।
এই যানজটের কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি বিদেশগামী যাত্রী এবং জরুরি চিকিৎসার জন্য পরিবহন করা অসুস্থ রোগীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডিসি তালেবুর রহমান আরও উল্লেখ করেন যে, অকারণে রাস্তা অবরোধের মতো ঘটনা ব্যাপক জনদুর্ভোগের কারণ হচ্ছে। তবে, ডিএমপির ট্রাফিক বিভাগ এই যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার কথা বিবেচনা করে, ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সকলকে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য পুনরায় বিশেষ অনুরোধ জানিয়েছে।