হামাসের হাত থেকে মুক্তি পেল ইসরায়েলি-মার্কিনি জিম্মি এডান

- আপডেট সময় ০৯:৩০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজার সশস্ত্র সংগঠন হামাস ১৮ মাস পর মুক্তি দিয়েছে ইসরায়েলি-মার্কিনি জিম্মি এডান আলেক্সান্ডারকে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
গত সোমবার, দীর্ঘ ১৮ মাস বন্দি থাকার পর, ২১ বছর বয়সী এডান আলেক্সান্ডারকে মুক্তি দেয় হামাস। এই মুক্তির পেছনে ইসরায়েলের সরাসরি ভূমিকা ছিল না।
যুক্তরাষ্ট্র এককভাবে হামাসের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে এই সাফল্য অর্জন করে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়, যার ফলশ্রুতিতে এডান মুক্তি পান।
হামাস এডানকে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদের হাতে তুলে দেয়। পরে তিনি নিরাপদে ইসরায়েলে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন। এই ঘটনা গাজার চলমান সংঘাতের মধ্যে আশার আলো জাগিয়েছে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অজানা।
এডানের মুক্তি গাজায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি কি যুদ্ধবিরতির পথে একটি পদক্ষেপ, নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা? বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেছে। তবে, গাজার সংঘাত সমাধানের পথ এখনও অনেক দূর।